iPhone প্রেমীদের জন্য দারুণ খবর! Apple-এর বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ শীঘ্রই লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই প্রযুক্তি বিশ্বে এই নতুন সিরিজ নিয়ে জল্পনা তুঙ্গে। লঞ্চের সময় যত ঘনিয়ে আসছে, এর ফিচার এবং দাম নিয়ে ততই নিত্য নতুন খবর সামনে আসছে। তেমনই এক সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এবার Apple এই নতুন সিরিজে চারটি মডেল লঞ্চ করতে পারে। এই মডেলগুলো হতে পারে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং একদম নতুন iPhone 17 Air।
কবে আসছে iPhone 17 সিরিজ?
Apple সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসেই তাদের নতুন আইফোন লঞ্চ করে থাকে। তাই মনে করা হচ্ছে, এই বছরও তার ব্যতিক্রম হবে না। অর্থাৎ, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বাজারে চলে আসতে পারে iPhone 17 সিরিজ। গত বছর ৯ সেপ্টেম্বর iPhone 16 লঞ্চ করা হয়েছিল, তাই অনেকেই অনুমান করছেন এই বছরও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই এই নতুন সিরিজ আত্মপ্রকাশ করবে।
দাম কেমন হতে পারে?
যদি দামের কথা বলতে হয়, তাহলে ভারতে iPhone 17-এর দাম প্রায় ৭৯,৯০০ টাকা থেকে শুরু হতে পারে বলে শোনা যাচ্ছে। বরাবরের মতোই, এই সিরিজের Pro এবং Pro Max মডেলের দাম স্বভাবতই এর থেকে বেশি হবে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, চীনে বাণিজ্য শুল্কের পরিবর্তন এবং আগের তুলনায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে iPhone-এর দাম কিছুটা বাড়তে পারে।
এবার অ্যালুমিনিয়াম ফ্রেমে সব মডেল!
তবে এবারের বিশেষ চমক হলো – Apple সমস্ত মডেলের ক্ষেত্রেই অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে! এতদিন এই ফ্রেমটি কেবল বেস মডেলের ক্ষেত্রেই দেখা যেত। অন্যদিকে Pro মডেলগুলিতে স্টিল বা টাইটানিয়াম ব্যবহার করা হত। এবারের এই পরিবর্তনের ফলে ফোনটি আরও হালকা এবং শক্তিশালী হয়ে উঠবে, আর সিরিজের সমস্ত ফোনকেই দেবে একটি স্টাইলিশ লুক।
ক্যামেরা হবে আরও দুর্দান্ত!
ক্যামেরা কোয়ালিটি নিয়েও বেশ বড়সড় আপগ্রেডের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, Apple এবার এর ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল থেকে বাড়িয়ে ২৪ মেগাপিক্সেল পর্যন্ত করতে পারে, যা সেলফির রেজলিউশনকে আরও উন্নত করবে। একই সাথে, ফোনের রিয়ার ক্যামেরায় (বিশেষ করে Pro মডেলের ক্ষেত্রে) তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এর মধ্যে ওয়াইড, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্সের সমন্বয় দেখা যাবে।
নতুন চিপসেট ও iOS 19!

iPhone 17 সিরিজে Apple-এর নতুন A19 বায়োনিক চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এই চিপসেট ফোনটিকে আরও শক্তিশালী এবং শক্তি সাশ্রয়ী করে তুলবে। ফোনটি iOS 19 অপারেটিং সিস্টেমে কাজ করবে, যা AI ভিত্তিক ফিচার, আরও ভালো ব্যাটারি কোয়ালিটি ও ম্যানেজমেন্টে সহায়তা করবে। এর ফলে ফোনের ইউজার ইন্টারফেস (UI) আরও মসৃণ হবে বলে আশা করা যায়।
iPhone 17 সিরিজ নিয়ে আপনার উত্তেজনা কেমন? নিচে কমেন্ট করে জানান!